ফেসবুকে আপনার পেজটি কিভাবে ভেরিফাইড করবেন?

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 413 ভিউজ

ফেইসবুক পেইজ ভেরিফাইড থাকলে মানুষ বুজতে পারে যে আপনার পেইজটি অথেনটিক।

আপনি চাইলে ভেরিফিকেশন এর জন্য apply করতে পারেন। ( ইলিজিবল ব্যান্ড, মিডিয়া ওরগানাইজেশন এবং পাবলিক ফিগার) ইলিজিবল হতে যে ফেক্টর কাজ করে তা হল অ্যাকাউন্ট সম্পূর্ণতা, ফেইসবুক রুলস এবং জনস্বার্থ। আপনার একাউন্টে যদি ভেরিফাইড ব্যাজ না থাকে তাহলে অন্য পদ্ধতিতে আপনি শিখাতে পারবেন যে আপনি প্রকৃত ব্যাক্তি। যেমন আপনার পেইজ বা প্রফাইলের সাথে আপনার অফিশিয়াল ওয়েবসাইট, ইনষ্ট্রাগাম পোফাইল অথবা টুইটার একাউন্ট এড করে দিতে পারেন।
ফেইসবুক পেইজ ভেরিফিকেশন এর জন্য আপনার ফেইসবুক এর সকল টার্মস ফলো করত হবে।
# একটা কাভার ফটো
# একটা প্রফাইল ফটো
# একটা নাম ফেইসবুক গাইডলাইন অনুযায়ী
# কনটেন্ট পোষ্ট করতে হবে আপনার একাউন্টে।
# ফলো ইনেবল প্রফাইল অনলি।

আপনি আপনার রিকোয়েষ্ট সাবমিট করতে পারবেন এই লিংকে।
https://www.facebook.com/help/contact/342509036134712
যে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে।

সরকার কতৃর্ক ফটো শনাক্ত করার জন্য (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল কার্ড) এছাড়াও ফেইসবুক কর্তপক্ষ আরও কিছু ইনফরমেশন দিলে বেটার রিভিউ পাওয়া যাবে। আপনার একাউন্টের সর্ট একটা রিভিউ লিকতে হবে কেন আপনার ভেরিফিকেশন দরকার এবং আপনার যে URLs দেওয়া হয়েছে তা কেন জনস্বার্থে ব্যবহার হবে।
আপনি একটা নটিফিকেশন পাবেন আপনার একউন্ট রিভিউ হওয়ার পর। একটা একাউন্ট থেকে একাধিক রিকিয়োষ্ট সাবমিট করবেন না। আপনি রিজেক্ট হলে আবার ৩০ দিন পর নতুন করে রিকোয়েষ্ট করতে পারবেন।
কখনো কারও কাছ থেকে ভেরিফিকেশন এর ব্যাজ কিনতে যাবেন না। এটা ফেইসবুক নিয়ম বিরুদ্ধ। ফেইসবুক জানতে পারলে আপনার একাউন্টের ভেরিফিকেশন blue ব্যাজ তুলে নিবে।

আইন প্রয়োগকারী, নগর সরকার, রাজনীতিবিদ এবং নির্বাচিত কর্মকর্তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। নিচে দেওয়া হল:

আইন প্রয়োগকারী ব্যাক্তিদের একাউন্টে তাদের প্রফাইলে অব্যশই two-factor authentication থাকতে হবে। অর্থ্যা আপনার পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইল ম্যাসেজ এর কোড মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে।

নগর সরকার: আপনার পেইজের নাম এর সাথে Government শব্দটি রাখতে হবে, যাবে কোন কনফিউশন তৈরী না হয়।

রাজনীতিবিদ: পেইজের নাম অব্যশই government title or abbreviation, such as senator, representative, MP, mayor, etc. দিতে হবে।

পেইজের নামটিতে “পার্লামেন্টের জন্য”, “” [আপনার দেশের] “ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে না etc এবং পেইজ ক্যটাগরি অব্যশই Politician দিতে হবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন