সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ২০টি অজানা তথ্য

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 681 ভিউজ

গেলো ৪ ফেব্রুয়ারি ছিলো বর্তমান সময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ১৫ তম জন্মদিন। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গের হাত ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যাত্রা শুরু হয়। ৪৭৯ বিলিয়ন ডলার বাজারমূল্যের প্রতিষ্ঠানটির বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৩২ কোটি। ২০১৮ সালে ফেসবুকের মোট মুনাফা ছিল ২২ দশমিক ১ বিলিয়ন ডলার, যা ২০১৭ সালের চেয়ে ৩৯ শতাংশ বেশি। ফেসবুকের শুরুর ইতিহাস হলো – মূলত হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনলাইনে একত্রীকরণের পরিকল্পনা থেকে ‘দ্য ফেসবুক’ নাম নিয়ে শুরু হয় ফেসবুকের যাত্রা। মার্ক জাকারবার্গ ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। চলুন জেনে নেই ফেসবুক সম্পর্কে আরো কিছু তথ্যঃ

১. ফেসবুকের যাত্রা শুরু হয় মূলত হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনলাইনে যোগাযোগের পরিকল্পনা থেকে। শুরুতে এর নাম ছিলো ‘দ্য ফেসবুক’।

২. ফেসবুকের জন্য ডোমেইন কিনতে প্রথম খরচ করা হয়েছিল ২ লক্ষ মার্কিন ডলার। ন্যাপস্টার নামক পডকাস্টার সাইটের কো-ফাউন্ডার শন পার্কার, জাকারবার্গকে সহযোগিতা করার জন্য www.facebook.com ডোমেইনটি ক্রয় করেন।

৩. বর্তমানে ফেসবুকের যে লাইক বাটনটি রয়েছে, প্রথমে এটিকে অ্যাওসাম(awesome) বাটন হিসেবে চালু করার কথা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা লাইক বাটন হিসেবেই সবার কাছে বেশী জনপ্রিয়তা লাভ করে।

৪. দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের ইন্টারনেটে ব্যবহারের আসক্তি সবচেয়ে বেশি। এদের মধ্যে শীর্ষে রয়েছে ফিলিপাইন।

৫. গত বছরে থেকে কেমব্রিজ অ্যানালিটিকিা কেলেঙ্কারিসহ নানা বিতর্কের মুখে পড়তে হয় ফেসবুককে। বর্তমানে জাকারবার্গ আবারও নতুন করে ফেসবুক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

৬. বর্তমানে ফেসবুকে প্রতিমাসে রয়েছে ২.৩২ বিলিয়ন ব্যবহারকারী যারা সবাই একটিভ। গত বছরের চেয়ে যার হার ৯% বেশি।

৭. ফেসবুকে রয়েছে ১.১৫ বিলিয়ন মোবাইল ব্যবহারকারী যারা প্রতিদিন মোবাইল দিয়ে ফেসবুক ব্যবহার করে থাকে। যা গত বছরের চেয়ে ২৩% বেশি।

৮. ১.৫২ বিলিয়ন ব্যবহারকারী গড়ে প্রতিদিন ফেসবুক লগইন করে থাকে। এবং এরা সবাই পতিদিন ফেসবুক ব্যবহার করে থাকে।

৯. গড়ে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ওয়েবসাইট লাইক-শেয়ার ফেসবুকের মাধ্যমে হয়ে থাকে।

১০. সমগ্র ইউরোপের প্রায় ৩০৭ মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে।

১১. সমগ্র ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ২৫-৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৯.৭%।

১২. প্রতি সেকেন্ডে ৫টি নতুন প্রোফাইল ফেসবুকে তৈরি হচ্ছে।

১৩. বর্তমান মোট মহিলা জনসংখ্যার প্রায় ৭৬% মহিলা এবং মোট পুরুষ জনসংখ্যার ৬৬% পুরুষ ফেসবুক ব্যবহার করে থাকেন।

১৪. সপ্তাহের ঠিক মধ্যভাগে বিকাল ১টা-৩টা সবচেয়ে বেশি ট্রাফিক থাকে। এবং বৃহস্পতি ও শুক্রবার অন্যান্য দিনের চেয়ে বেশি এংগেজমেন্ট হয়ে থাকে।

১৫. ফেসবুকে মোট ৮৩ মিলিয়ন ভুয়া ব্যবহারকারী রয়েছে।

১৬. প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন ছবি আপলোড করা হয়।

১৭. ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে প্রায় ২০ মিনিট  ফেসবুকে সময় কাটান।

১৮.  প্রতি ১ মিনিটে ফেসবুকে প্রায় ৫ লক্ষ মন্তব্য এবং প্রায় ৩ লক্ষ স্ট্যাটাস হালনাগাত করা হয়।

১৯.  প্রতিদিন প্রায় ৪.৭৫ বিলিয়ন বিষয়বস্তু ফেসবুকে শেয়ার করা হয়।

২০. মে ২০১৩ সালে ১৬ মিলিয়ন স্থানীয় বিজনেজ পেইজ তৈরি করা হয়েছে। যা আর কোন বছরে এতো বেশি করা হয়নি।

বিদ্রঃ বর্তমানে ফেসবুকের বিরুদ্ধে গোপনীয়তা রক্ষা না করা এবং ক্ষতিকর কন্টেন্ট ছড়ানো ভূমিকা রাখার অভিযোগ উঠলেও, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন