ফাইভজি ফোন ৬৪ মেগাপিক্সেলের

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 480 ভিউজ

৬৪ মেগাপিক্সেলের ক্যামেরায় ফাইভজি ফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এ৭১। শুরুতে ফোনটি চীনের বাজারে অবমুক্ত করবে স্যামসাং। পর্যায়ক্রমে বিশ্বব্যাপী পাওয়া যাবে। সম্প্রতি চীনের সার্টিফিকেশন ওয়েবসাইটে নতুন ভেরিয়েন্টে স্যামসাং গ্যালাক্সি এ৭১ মডেলের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

এই ফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, অক্টা কোর প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ৪৩৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। টিইএনএএ-লিস্টিংয়ে এসএম-১৭১৬০ মডেল নম্বরে সামনে এসেছে নতুন ভেরিয়েন্টের স্যামসাং ফোন।এই ফোনে ডুয়াল ব্যান্ড ফাইভজি কানেক্টিভিটি থাকছে।

এর পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।  সেলফি তোলার জন্য থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। শক্তিশালী ব্যাটারির এই ফোনে ২৫ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। ফোনটি বাজারে আসলে এর দাম হবে লাখ খানেক টাকা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন