পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 1180 ভিউজ

সম্প্রতি বাংলাদেশে পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করার কাজ চলছে পুরোদমে। বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ২৪৪টি পর্নোগ্রাফিক সাইট বন্ধ করেছে তার মন্ত্রণালয়। দেশের  লোকাল আইএসপির ওপর নির্ভর না করে সরাসরি আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। এর আগে এ ধরনের কাজগুলো লোকাল আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের দিয়ে করানো হতো। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন লোকাল আইএসপি ব্যবহারের কারনে কিছু ওয়েব সাইট ব্লক ছিল আবার আইএসপি ভেদে বা আইআইজি ভেদে ওয়েব সাইট গুলো ব্যবহার করা যেত। লোকাল আইএসপি গুলো ভিন্ন ভিন্ন  আইআইজি ব্যবহার করে থাকে বলে এমন হতো। প্রতিটি লোকাল আইএসপি নির্দিষ্ট কোনো আইআইজি ব্যবহার করে এবং তাই আইআইজিতে যদি কোনো ওয়েবসাইট ব্লক করা থাকে তবে সেই আইএসপির সব ব্যবহারকারী ব্লক করা কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না। মূলত এই কাজটি করার হয় নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা, তার আইপি কিংবা ডিএনএস ব্লক করার মাধ্যমে।

অনেকে পদক্ষেপটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এ পর্যন্ত সব কিছুই ঠিক আছে। তবে এই কাজটি করতে গিয়ে বাংলাদেশ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আইপি বা ওয়েবসাইটও ভুলবশত বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে এখনো জানেনই না যে এসব ওয়েবসাইট বন্ধের প্রক্রিয়াতে আর কি কি ওয়েবসাইট ক্ষতিগ্রস্থ হচ্ছে। সম্প্রতি আইপি ব্লক করতে গিয়ে আইআইজি থেকে মাইক্রোসফট উইন্ডোজের হালনাদাগাদ করার সার্ভারটিও ব্লক হয়ে গেছে। এতে করে বাংলাদেশের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা নতুন কোনো আপডেট করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছেন। কারণ একটি সার্ভারে অনেক সাইট থাকতে পারে, যা একই আইপিতে শেয়ার তাহকে। সেক্ষত্রে শুধুমাত্র পর্নোগ্রাফিক সাইটের ঠিকানা ব্লক করে বাকি সাইট যাতে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাইক্রোসফটের হালনাগাদ করার সার্ভারের যে আইপিগুলো এই বাধার মুখে পড়েছে তা হল- 20.41.46.145 // www.update.microsoft.com.nsatc.net এবং 13.86.125.233 // www.update.microsoft.com.nsatc.net যা আবার update.microsoft.com এই নামেও পরিচিত। যখন উইন্ডোজের হালনাগাদ সার্ভারে পিং করা হচ্ছে তখন সার্ভারে পিং কমান্ড না পৌঁছাতে পেরে ১০০% তথ্য লস দেখাচ্ছে। একই অবস্থা Shopify এর আইপির ক্ষেত্রেও। ব্লক হয়েছে আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহৃত ই-কমার্স সেবা প্রদানকারী কোম্পানি Shopify এর মূল আইপিটিও। Shopify ব্লক হবার কারণে বহু ই-কমার্স ওয়েবসাইটও লোড হবে না। এতে করে ক্ষতিগ্রস্থ হবে বহু ই-কমার্স ব্যবসায়ী। যারা Shopify ব্যবহার করেন তারা ওয়েবসাইট চালানোর জন্য একটি ডোমেইন myshopify.com ব্যবহার করেন। যার আইপি 23.227.38.32 যা এখন বাংলাদেশে আর লোড হচ্ছে না। এতে করে বন্ধ হয়ে আছে বহু ই-কমার্স ওয়েবসাইট।

বিদ্রঃ এই কাজটি করতে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে করে একটি ওয়েবসাইট ব্লক করতে গিয়ে যেন পুরো সার্ভারই ব্লক না হয়ে যায়। সর্বোপরি যারা এই ব্লক করার কাজে নিয়োজিত আছেন তারা সব কিছু যাচাই না করেই যদি একসঙ্গে অনেক কিছু ব্লক করার চেষ্টা করেন, তাহলে সমস্যা সমাধান না হয়ে সমস্যা আরো বাড়বে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন