জিমেইল কাজ করছে, সমস্যা কাটছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 293 ভিউজ

সার্ভার ডাউনের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জিমেইল ব্যাবহারকারীরা সমস্যা পড়েছিলেন। তবে আপাতত সেই সমস্যার কিছুটা সমাধান হয়েছে। আগের মতো সচল হতে শুরু করেছে জিমেইল। অ্যাটাচমেন্টও যুক্ত করা যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন যে, তারা জিমেইল ব্যবহারের সমস্যায় পড়ছেন। গুগলের জিস্যুট ব্যবহারকারীরা সমস্যা পাচ্ছিলেন। বিশেষ সমস্যা হচ্ছিল জিমেইল ও গুগল ড্রাইভে। গুগলের অন্য সেবাগুলোতেও সমস্যা পাচ্ছিলেন কেউ কেউ।

তবে সমস্যার আংশিক সমাধান হয়েছে। যদিও এখনো কিছু কিছু ব্যবহারকারী সমস্যায় পড়ছেন বলে জানা গেছে। সার্ভার ডাউনের কথা স্বীকার করে গুগল জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা। বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ গুগলের জিস্যুটের ওপর নির্ভর করে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন