জার্মানির অ্যামাজন কর্মীদের ধর্মঘট পালন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 336 ভিউজ

বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বিশ্বজুড়ে একযোগে আয়োজিত ‘প্রাইম ডে’তে ধর্মঘট পালন করেছেন জার্মানির শ্রমিকরা। দেশটির একটি শ্রমিক ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে জার্মানির সাতটি অ্যামাজন ওয়্যারহাউজের শ্রমিকরা অত্যন্ত ব্যস্ততম প্রাইম ডেতে ধর্মঘটে অংশ নেন।

কভিড-১৯ মহামারীর বাস্তবতায় অ্যামাজনের প্রাইম ডে এবার বিলম্বে অনুষ্ঠিত হয়। বিশেষ ছাড় অফারে পণ্য বিক্রির এ বিশেষ দিনটি সাধারণত প্রতি বছর জুলাইয়ে অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল লক্ষ্য থাকে গ্রীষ্মকালীন বিক্রি বাড়ানো। গত মঙ্গল ও বুধবার দুই দিন ধর্মঘট পালন করেছেন অ্যামাজন জার্মানির কর্মীরা। আর ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন ভার্দি। আরো উন্নত মজুরি ও কর্মপরিবেশের দাবিতেই ডাকা হয়েছে এ ধর্মঘট।

এ বিষয়ে অ্যামাজনের এক মুখপাত্র জানান, অধিকাংশ শ্রমিকই ধর্মঘটের ডাক উপেক্ষা করে গতানুগতিকভাবে কাজ করেছেন। অ্যামাজন শ্রমিকদের যুগোপযোগী মজুরি ও সুযোগ-সুবিধা দিয়ে আসছে। কর্মীদের জন্য উন্নত কর্মপরিবেশও নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সাল থেকে জার্মানিতে ভার্দির সঙ্গে দ্বন্দ্ব চলছে অ্যামাজনের। এর আগেও অ্যামাজন প্রশ্নে কয়েকবার ধর্মঘটের ডাক দিয়েছে ভার্দি। সর্বশেষ সমস্যা শুরু হয়েছে চলতি বছরের জুনে। ‘লজিস্টিকস’ কেন্দ্রের কয়েকজন কর্মী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফের ভার্দির সঙ্গে বিতর্কে জড়ায় অ্যামাজন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন