গুগল পে থেকে প্রতারকদের দূরে থাকবেন কীভাবে?

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 477 ভিউজ

সম্প্রতি এক ব্যক্তি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে ১ লক্ষ টাকা প্রতারণার সম্মুখীন হয়েছিলেন। ঐ ব্যক্তি অনলাইনে আসবাব বিক্রির জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। ক্রেতা হিসবে ফোন করে গুগল পে ও পেটিএম ব্যবহার করে পেমেন্ট করার প্রতিশ্রুতি দেয় এক প্রতারক। যদিও ঐ প্রতারক টাকা না পাঠিয়ে গুগল পে ব্যবহার করে কাছে টাকা চেয়ে পাঠান। এর পরে পিন দিতে বলা হয়। এর ফলে ১ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেয় এক প্রতারক।

কীভাবে গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন? দেখে নিন।

স্টেপ ১। স্মার্টফোনে গুগল পে ওপেন করুন।

স্টেপ ২। এবার নীচে থেকে স্লাইড করুন। এখানে আপনি যে সব ব্যক্তিকে টাকা পাঠিয়েছেন অথবা আপনাকে যে সব ব্যক্তি টাকা পাঠিয়েছে সেই তালিকা দেখা যাবে।

স্টেপ ৩। এই তালিকা থেকে যে কোন ব্যক্তিকে ব্লক করে দেওয়া যাবে। ব্লক করতে কনট্যাক্টের উপরে ট্যাপ করুন।

স্টেপ ৪। এই নম্বর আপনার কনট্যাক্টে সেভ থাকবে ডাম দিকে উপরে তিনটি ডটে ট্যাপ করুন।

স্টেপ ৫। এখানে আপনি ব্লক অপশন দেখতে পাবেন।

স্টেপ ৬। ফোনে নম্বর সেভ না থাকলে নিজে থেকেই ব্লক অপশন চলে আসবে।

তবে গুগল পে পেমেন্ট সার্ভিসে কোন ব্যক্তিকে ব্লক করলে গুগল ফটোস ও হ্যাংআউট সহ সহ গুগল প্রোডাক্টে সেই ব্যক্তি ব্লক হয়ে যাবেন। এর মধ্যে কয়েকটি সার্ভিস একবার ব্লক করলে ব্লক ওঠানো সম্ভব নয়।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন