এ বছরেই বাজারের ১৫ শতাংশে ৫জি স্মার্টফোন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 266 ভিউজ

চলতি বছরই বাজারের ১৫ শতাংশ দখল করবে ৫জি স্মার্টফোন, এমনটাই দাবি করা হয়েছে স্ট্রাটেজি অ্যানালিটিকস-এর নতুন এক গবেষণা নথিতে। ৫জি স্মার্টফোনের বিক্রি চলতি বছর ১০ গুণ বাড়বে বলে ধারণা করছে বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠানটি। আশা করা হচ্ছে, এ বছর ৫জি স্মার্টফোনের বিক্রি বেড়ে দাঁড়াবে ১৯ কোটি ৯০ লাখে– খবর আইএএনএস-এর।

২০১৯ সালে ৫জি স্মার্টফোনের দখলে ছিলো বাজারের এক শতাংশ। গবেষণা নথিতে আরও বলা হয়েছে, চলতি বছর সারা বিশ্বে যে পরিমাণ ৫জি স্মার্টফোন বিক্রি হবে তার ৯০ শতাংশ বিক্রি হবে চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং জার্মানির বাজারে।

করোনাভাইরাসের কারণে বছরের প্রথমার্ধে স্মার্টফোন বিক্রি প্রত্যাশার চেয়ে কম হলেও দ্বিতীয়ার্ধে চাহিদা বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে ৫জি খাতে আরও দুই গুরুত্বপূর্ণ বাজার ভারত এবং ইন্দোনেশিয়া। এই দেশগুলোতে বড় পরিসরে ৫জি প্রযুক্তি চালু হতে এখনও অন্তত এক বছর দেরী। তাই এই বাজারগুলোতে ৫জি স্মার্টফোনের বিক্রিও কম হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি বিনিয়োগ ব্যাংকিং এবং আর্থিক সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসও ধারণা দিয়েছে চলতি বছর বিশ্বজুড়ে ৫জি স্মার্টফোন বিক্রি হবে ২০ কোটি।ধারণা মতে, চলতি বছর চীনে নতুন ৫জি বেইজ স্টেশন হবে প্রায় ১০ লাখ। গোল্ডম্যান স্যাকসের ধারণা ছিল চীনের ৫জি বেইজ স্টেশনের সংখ্যা হবে ছয় লাখ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন