এই অ্যাপগুলো রমজান মাসে ‘প্রয়োজন’ লাগবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 578 ভিউজ

আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। এ মাসে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত করতে পারবেন। পাশাপাশি আপনার ফোনে রাখতে পারেন এসব অ্যাপ যেগুলো আপনাকে নিজে থেকেই জানিয়ে দিবে সময়সূচি এবং নিময়-কানুন দুটোই। তেমন কয়েকটি অ্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল-

অ্যাপ অব রমাদান
কাগজে ছাপানো সেহরী আর ইফতার সময়সূচির ক্যালেন্ডার কয়দিন পকেটে নিয়ে ঘুরবেন! তার চেয়ে বুদ্ধিমানের কাজ হবে, আপনি চাইলে ইন্সটল করে নিতে পারেন ‘অ্যাপ অব রমাদান’। এর কাউন্টডাউন ফিচারের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন সেহরী বা ইফতারের আর কতক্ষণ বাকি আছে। নিচে পরবর্তী সেহরী ও ইফাতারের সময়সূচিও দেয়া থাকে। সে সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচিও জানতে পারবেন এই অ্যাপে । অ্যাপটি পেতে ক্লিক করুন- https://theshortener.com/31i

আল-মোয়াজিন লাইট
নামাজের সঠিক সময় জানতে এই অ্যাপটি ব্যবহার করতেন পারেন। নতুন জায়গায় ভ্রমণে বা অন্য কোনো কারণে কখনও নামাজের সময়সূচি নিয়ে সমস্যায় পড়তে হবে না যদি এই অ্যানড্র‌য়েড অ্যাপটি থাকে। জিপিএস ফিচারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সঠিক সময় প্রদর্শন করে এটি। আযানের সময় হলে আযান রিংটোন যুক্ত করা, পরবর্তি নামাজের জন্য কত সময় বাকি আছে ইত্যাদি বিষয়গুলো উইগেটের মাধ্যমে জানা যাবে। বিনামূল্যে অ্যাপটি পাবেন এই ঠিকানায়- http://goo.gl/33beA

আল- কুরআন বাংলা
কোরআন তেলওয়াত শুনতে চাইলে অ্যাপটি বেশ কাজে দেবে। সঙ্গে দেয়া আছে তাফসীরও। নামাজ-শিক্ষা- তাওবা নিয়েও জানতে পারবেন এই অ্যাপ থেকে। অ্যাপটি ডাউনলোড করুন এই ঠিকানায় গিয়ে- https://theshortener.com/31j

ইসলামিক কুইজ
কুইজের মাধ্যমে ইসলামিক জ্ঞান আহরণ করতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে। ভুল উত্তর হলে সঠিকটি জানিয়ে দেয়া হয়। প্রতিটি সঠিক উত্তরের জন্য রয়েছে পয়েন্ট। অ্যাপনি পেতে ক্লিক করুন- https://theshortener.com/31k

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন