এইচডিআর ভিডিও ধারণ সুবিধা আইফোনে এলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 352 ভিউজ

গতকাল অনুষ্ঠিত হয়েছে অ্যাপলের বিশেষ ইভেন্ট ‘হাই স্পিড’। চারটি নতুন মডেলের আইফোন ১২ দেখিয়েছে মার্কিন এ টেক জায়ান্ট। আইফোনে এইচডিআর ভিডিও ধারণ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে তারা। চার মডেলের মধ্যে আইফোন ১২ প্রো, এবং আইফোন ১২ প্রো ম্যাক্স মডেল দুটিতে এসেছে এইচডিআর ভিডিও ধারণ সুবিধা। পাশাপাশি অ্যাপল নিয়ে এসেছে ‘র’ ফরম্যাটে ছবি তোলার সুযোগ।

অ্যাপল জানিয়েছে, আইফোনই হবে বিশ্বের প্রথম স্মার্টফোন যা ‘ডলবি ভিশন এইচডিআর’ এ ভিডিও ধারণ করবে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, এইচডিআর ভিডিও রেকর্ডিং সুবিধার বদৌলতে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ডে আরও উন্নত ‘হাইলাইট’ ও ‘শ্যাডো ডিটেইল’সহ ভিডিও ধারণের সুযোগ পাবেন আইফোন ব্যবহারকারীরা, চাইলে আইফোনেই সেগুলো সম্পাদনাও করতে পারবেন।

‘অ্যাপল প্রো র’ ফরম্যাটে ছবি সম্পাদনার নতুন প্রক্রিয়াও নিয়ে এসেছে অ্যাপল। এটি অনেকটা প্রচলিত ‘র’ ফরম্যাটের মতোই। এতে করে অ্যাপল ব্যবহারকারীরা ছবির উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। এতে করে বরাবরের মতো ‘জেপিইজি’ ফরম্যাটে ছবি তুলে আর বিস্তারিত হারাতে হবে না আইফোন ব্যবহারকারীদের।

আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের বাজার মূল্য শুরু হচ্ছে যথাক্রমে ৬৯৯, ৭৯৯, ৯৯৯ এবং ১০৯৯ মার্কিন ডলার থেকে।

আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হচ্ছে ৬ নভেম্বর থেকে। ডিভাইস দু’টি বাজারে আসবে নভেম্বরের ১৩ তারিখ। অন্যদিকে আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো’র প্রি-অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর। ডিভাইস দু’টি বাজারে আসবে ২৩ অক্টোবর।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন