দশ কোটির মাইলফলক ছাড়িয়েছে দেশে সক্রিয় ইন্টারনেট সংযোগ সংখ্যা। বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশে সক্রিয় ইন্টারনেট সংযোগ ছিলো নয় কোটি ৯৯ লাখ ৮৪ হাজার। এর মধ্যে মোবাইলে সক্রিয় ইন্টারনেট সংযোগ সংখ্যা ছিলো নয় কোটি ৪২ লাখ ৩৬ হাজার। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ছিলো ৫৭ লাখ ৪২ হাজার।
পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে এক মাসের ব্যবধানে ইন্টারনেট সংযোগ সংখ্যা বেড়েছিলো ৭ লাখ ৩৮ হাজার। অবশ্য করোনার প্রভাবে ঘরে বসে অফিস পরিচালনায় এই সংখ্যাটি চলতি মাসে অনেক বেড়েছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আগামী পরিসংখ্যানে এর প্রতিফলন ছাড়াও সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন তারা।