ভিডিও দেখা বা গেম খেলার ক্ষেত্রে বাস্তবতার আমেজ দিতে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর প্রযুক্তি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসায় বৈচিত্র্য বাড়াতে কাজ করে যাচ্ছে অ্যাপল ইনকরপোরেশন। এরই অংশ হিসেবে কোম্পানিটি ভার্চুয়াল রিয়ালিটি কোম্পানি নেক্সটভিআর অধিগ্রহণের পরিকল্পনা করছে।
এতে অ্যাপলের খরচ হবে ১০ কোটি ডলার। ম্যাকরিউমারসের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইকোনমিক টাইমস। খেলাধুলা, সংগীত ও বিনোদনের অন্য মাধ্যমগুলোর সঙ্গে ভিআর প্রযুক্তির সন্নিবেশনের কাজ করে নেক্সটভিআর। এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা প্লে স্টেশন, এইচটিসি, ওকুলাস, গুগল, মাইক্রোসফট ও অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি ভিআর হেডসেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন লাইভ ইভেন্ট ভার্চুয়াল রিয়ালিটির আমেজসহ উপভোগ করতে পারেন।
নেক্সটভিআরের সঙ্গে উত্তর আমেরিকার পেশাদার বাস্কেটবল লিগ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ), বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্ট উইম্বলডন, ফক্স স্পোর্টস, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টসহ (ডব্লিউডব্লিউই) বিভিন্ন স্পোর্টস অথরিটির সঙ্গে অংশীদারিত্ব চুক্তি রয়েছে। সাম্প্রতিক সময়ে নেক্সটভিআরের ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যয় সংকোচনের অংশ হিসেবে কিছুদিন আগে ৪০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে তারা।