অ্যাপল ইউটিউবে ‘লাইভস্ট্রিম’ বিস্তারিত ফাঁস করে দিয়েছিল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 425 ভিউজ

ভুলেই হয়তো নিজেদের সেপ্টেম্বরের ১০ তারিখের লাইভস্ট্রিম আয়োজনের বিস্তারিত ইউটিউবে ফাঁস করে দিয়েছে অ্যাপল। পরে তা শুধরে নেওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটাই।

নিজেদের ইউটিউব অ্যাকাউন্টে সেপ্টেম্বরের ১০ তারিখের জন্য এক লাইভস্ট্রিম সময়সূচী ঠিক করেছিল অ্যাপল। ব্যাপারটি চোখে পড়ে এক অ্যাপল ভক্তের। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, অ্যাপল ইউটিউব থেকে ওই আয়োজন মুছে দেওয়ার পর স্ট্রিম পেইজ থেকে দ্বিতীয় আরেকটি স্ক্রিনশট নিয়ে সবাইকে খবরটি জানান ওই ভক্ত।

উল্লেখ্য, সামনে অ্যাপলের ৫জি প্রযুক্তির আইফোন দেখানোর কথা রয়েছে। ওই ভক্ত পরে টুইট করেন, “এটি আমার ইউটিউব সাবস্ক্রিপশন পেইজে ছিল, এখন এটি মুছে দেওয়া হয়েছে।” অ্যাপল এ ব্যাপারে এখনও কিছু জানায়নি। সিনেট জানিয়েছে, অ্যাপলের ইউটিউব পেইজে বর্তমানে কোনো আয়োজন বা আয়োজনের সময়সূচী ঠিক করে রাখা নেই।

নতুন করে আবারও প্রমাণিত হলো- শুধু অ্যাপলের পণ্য বা সেবা নয়, নতুন পণ্য বা সেবা আসার আগে অ্যাপলের প্রতিটি পদক্ষেপ সবার নজরে থাকে। অনলাইনে বহু মানুষ বিষয়টি নিয়ে কথা বলেছেন, পরে এ নিয়ে খবর প্রকাশ করেছে নিজ নিজ সাইটে ৯টু৫ ম্যাক, ভার্জ, সিনেটের-এর মতো প্রযুক্তিবিষয়ক সাইট।

সাধারণত প্রতি বছরের শরতে নিজেদের নতুন পণ্য সম্পর্কে জানায় অ্যাপল। নতুন আইফোনের খবরও মেলে এ সময়টিতেই। ২০১১ সালের শরতে আইফোন ৪এস আনার পর থেকেই এ নিয়ম মেনে চলছে প্রতিষ্ঠানটি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন