স্যামসাং চীনে কম্পিউটার উৎপাদন বন্ধ করছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 336 ভিউজ

চীনের কম্পিউটার নির্মাণ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় টেকজায়ন্ট স্যামসাং। চীনা কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব এবং করোনাভাইরাস মহামারীর কারণে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত বলে জানাগেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই সরবরাহ চেইন নতুন করে সাজাতে শুরু করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এর ফলে চাকরি হারাতে যাচ্ছেন স্যামসাং ইলেকট্রনিকস সুঝৌ কম্পিউটারের এক হাজার সাতশ’ কর্মী।

এর আগে গত বছর চীনে সর্বশেষ স্মার্টফোন কারখানাটি বন্ধ করেছে স্যামসাং। বর্তমানে শুধু সুঝৌ এবং শিয়ানে দুইটি চিপ উৎপাদনকারী কারখানা রয়েছে প্রতিষ্ঠানটির।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন