জেনে নিন ল্যাপটপ ব্যাটারি আয়ু বৃদ্ধির টিপস

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 387 ভিউজ

আমারা ল্যাপটপ ব্যাবহার করি কিন্তু ল্যাপটপের সঠিক ব্যবহার না করাই এতে অল্প সময়ে ব্যাটারি নষ্ট হয়ে যায়। তাই কিছু টিপস জানা থাকলে ল্যাপটপের ব্যাটারির দীর্ঘ দিন ভাল থাকবে। তাই আসুন জেনে নিই কিভাবে ল্যাপটপ ব্যাটারির আয়ু বৃদ্ধি করা যায়।

> ব্যাটারি চার্জ দেয়ার জন্য অবশ্যই আসল চার্জার ব্যবহার করবো।

> ল্যাপটপের বাতাস বের করার জন্য ভেন্টিলেশন এর মুখগুলো নিয়মিত পরিষ্কার করে রাখবো।

> বিনা কারণে দিনের পর দিন চার্জে লাগিয়ে রাখবো না।

> ল্যাপটপ বন্ধ করার পর সাথে সাথেই ব্যাগে ঢুকাবো না, কিছুক্ষণ অপেক্ষা করবো এতে ব্যাটারি ও ল্যাপটপ দ্রুত ঠাণ্ডা হয়ে যাবে।

> ডিস্ক ড্রাইভে বিনা কারণে সিডি ডিভিডি রাখবো না।

> ল্যাপটপ ব্যাটারি লিথিয়ান-আয়ন ব্যাটারি হলে কখনই পুরোপুরি চার্জ শূন্য করবো না।

> ব্যাটারি সেভিং মুডে ল্যাপটপ চালালে কোনো অতিরীক্ত পাওয়ার-কনজিউমিং মাল্টিটাস্ক করবো না।

> অব্যবহৃত অ্যাপস বা সফটওয়্যার ডিজএবেল বা আনইন্সটল করে দিবো।

বিদ্রঃ আমরা একটু সচেতনতা আর নিয়মিত ল্যাপটপের যত্ন করলে ব্যাটারির আয়ু দীর্ঘ হবে। তাই আপনার পুরাতন ল্যাপটপ ব্যাটারি পরিবর্তন করতে পারেন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন