ক্যানন ৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 304 ভিউজ

ডিএসএলআর ক্যামেরার জনপ্রিয় সিরিজ ইওএস ৫ডি এর বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন। ফলে এ সিরিজের সর্বশেষ মডেল হতে যাচ্ছে ক্যানন মার্ক ৫ডি মার্ক ফোর।

এই সিরিজের আপগ্রেড সংস্করণ হিসেবে আর ইওএস ৫ডি মার্ক ফাইভ বাজারে আসবে বলে খবর বেরিয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এই পরিকল্পনায় ছেদ পড়ে। তাছাড়া বাজারে এখন মিররলেস ক্যামেরার কদর বেড়েছে, তাই ঝুঁকি নিতে চায়নি ক্যানন।

এফস্টপারস-এর মতে, সিরিজটির নতুন সংস্করণ ২০২১ সালের আগে বাজারে আনা সম্ভব হতো না ক্যাননের পক্ষে। সেক্ষেত্রে ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে ক্যামেরাটির মেয়াদ ফুরিয়ে যেত। মিররলেস প্রযুক্তির ক্যামেরা আনতে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে চায়নি প্রতিষ্ঠানটি।

পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের পছন্দের শীর্ষে থাকায় এই সিরিজের ক্যামেরা দিয়ে অনেক টিভি সিরিজ তৈরি হয়েছে। ২০০৫ সালে ফুল ফ্রেমের ক্যামেরা ইওএস ৫ডি বাজারে আনার ঘোষণা দেয় ক্যানন। এরপর একে একে বাজারে আসে ৫ডি টু, ৫ডি থ্রি ও ৫ডি ফোর।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন