সারা বিশ্বে প্রতি ১ মিনিটে ঘটে যাওয়া অবাক করা ঘটনা গুলো

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 764 ভিউজ

১ মিনিট মানে ৬০ সেকেন্ড, যা দেখতে দেখতে পার হয়ে যায়। আপনি জেনে অবাক হবেন যে সারা বিশ্বে প্রতি ১ মিনিটে ঘটে যাওয়া অবাক করা সব ঘটনা। তথ্য-প্রযুক্তির এই দুনিয়ায় প্রতি ১ মিনিটে ইন্টারনেটে ঘটে যায় অনেক কিছু পরিবর্তন। চলুন দেখে নেই সারা বিশ্বে প্রতি ১ মিনিটে ঘটে যাওয়া অবাক করা কিছু ঘটনা।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে জন্ম নেয় প্রায় ২৫০টি শিশু। তার মানে প্রতি সেকেন্ডে জন্ম নিচ্ছে ৪টি শিশু যা দিন শেষে দাঁড়াচ্ছে প্রায় ৩ লাখ ৬০ হাজার।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে জন্ম নেওয়া ২৫০টি শিশুর মধ্যে প্রায় ১৫টি শিশুর জন্মগত সমস্যা থাকে। এবং প্রায় ১১৩টি শিশু দারিদ্রের মধ্যে জন্ম নেয়।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে মৃত্যুবরণ করেন প্রায় ১০৭ জন, এরমধ্যে প্রায় ১৮ জনই মারা যান অনাহারে।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে প্রায় ১ মিলিয়ন মানুষ মাটিতে পা ফেলেন না। কারণ এই সংখ্যক মানুষ বিমান যাত্রায় আকাশে থাকেন।

❇ প্রতি ১ মিনিটে মানব হৃদপিণ্ড প্রায় সাড়ে ৪ লিটার রক্ত পাম্প করে। যা দিনে প্রায় ২ হাজার গ্যালন হয়ে থাকে।

❇ প্রতি ১ মিনিটে পুরো মানবদেহে রক্ত প্রায় ৩বার ভ্রমণ করে।

❇ প্রতি ১ মিনিটে ১৫ থেকে ২০ বার মানুষের চোখের পাতায় পলক পড়ে।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে প্রায় ১২,০৫৪ গ্যালন ওয়াইন খাওয়া হয়।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে মানুষের মস্তিষ্ক প্রায় ৯০০ শব্দ পর্যন্ত পড়তে পারে।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে রিখটার স্কেলে ২ বা এরও বেশি মাত্রার ভূমিকম্প হয়ে থাকে প্রায় ৪ বার। [যুক্তরাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের গবেষকদের মতে]

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে ৯ জন মানুষের মধ্যে এইচআইভি (এইডস) জীবাণু সংক্রমিত হয়।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে প্রায় ৩৬০টি বজ্রপাত হয়ে থাকে।

❇ প্রতি ১ মিনিটে বিশ্ববাসী প্রায় ১ কোটি ১৫ লাখ পাউন্ড খাদ্যগ্রহণ করে। এবং এই একই সময়ে বিশ্ববাসী প্রায় ৫৫ লাখ পাউন্ড খাদ্য নষ্ট করে।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে বায়ুমণ্ডলে প্রায় ১ কোটি ৩৬ লাখ পাউন্ড কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হয়।

❇ প্রতি ১ মিনিটে বিশ্বজুড়ে প্রায় ৫৪ লাখ পাউন্ড বর্জ্য নিক্ষেপ করা হয়।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে তেল খরচ হয় প্রায় ৬৫,০০০ পিপে।

❇ প্রতি ১ মিনিটে আন্টার্টিকায় বরফ গলে প্রায় ৩ লক্ষ টন।

❇ প্রতি ১ মিনিটে আমেরিকায় প্রায় ৪০টি আগ্নেয়াস্ত্র বিক্রি হয়।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে ম্যাকডোনাল্ডস বার্গার বিক্রি করে প্রায় ৪৫০০টি।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে প্রায় ১৩৮৯টি উবের (কার) বুক করা হয়।

❇ প্রতি ১ মিনিটে সারা বিশ্বে প্রায় ২৭০৯টি স্মার্টফোন বিক্রি হয়।

❇ প্রতি ১ মিনিটে ইউটিউবে নতুন ভিডিও আপলোড করা হয় মোট ৩০০ ঘণ্টার। এবং প্রতি ১ মিনিটে প্রায় ৪১ লাখ ইউটিউব ভিডিও দেখা হয়।

❇ প্রতি ১ মিনিটে স্কাইপে কল হয় প্রায় ১ লাখ ১০ হাজার ৪০টি।

❇ প্রতি ১ মিনিটে প্রায় ৭ লাখ ১ হাজার ব্যবহারকারী ফেসবুকে লগ ইন করে এবং প্রতি ১ মিনিটে ফেসবুকে লাইক পড়ে প্রায় ৪১ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পোস্টে।

❇ প্রতি ১ মিনিটে টুইটারে প্রায় ৩ লাখ ৪৭ হাজার ২২২টি টুইট করা হয়।

❇ প্রতি ১ মিনিটে অ্যামাজনে ইউনিক ভিজিটর আসে প্রায় ৪ হাজার ৩১০ জন। এবং প্রায় ২ লাখ ৩ হাজারের বেশি বেচাকেনা হয়।

❇ প্রতি ১ মিনিটে ইনস্টাগ্রামে প্রায় ৩৮ হাজার ১৯৪টি নতুন ছবি পোষ্ট হয় এবং প্রায় ১৭ লাখ ৩৬ হাজার ১১১টি ছবিতে লাইক পড়ে। এছাড়া পিন হয় প্রায় ৯ হাজার ৭২২টি ছবিতে।

❇ প্রতি ১ মিনিটে স্ন্যাপচ্যাটে প্রায় ২ লাখ ৮৪ হাজার ৭২২ স্ন্যাপ শেয়ার হয়।

❇ প্রতি ১ মিনিটে অ্যাপল অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করা হয় প্রায় ৫১ হাজার অ্যাপ। এবং আই টিউনস্ হতে ডাউনলোড হয় প্রায় ১৫ হাজার গান ।

❇ প্রতি ১ মিনিটে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয় প্রায় ৩ লাখ ৪২ হাজার অ্যাপ।

❇ প্রতি ১ মিনিটে টেক্স মেসেজ পাঠানো হয় প্রায় ১ কোটি ৬০ লাখ।

❇ প্রতি ১ মিনিটে রেড্ডিটে ভোট কাস্ট হয় ১৮ হাজার ৩২৭টি।

❇ প্রতি ১ মিনিটে লিংকডইনে যোগ হয় ১২০টিরও বেশি নতুন অ্যাকাউন্ট।

❇ প্রতি ১ মিনিটে গুগলে সার্চ করা হয় প্রায় ৩৫ লাখ বিষয়বস্তু।

❇ প্রতি ১ মিনিটে নেটফিক্সে ভিডিও স্ট্রিম হয়ে থাকে ৭৭ হাজার ১৬০ ঘণ্টা।

❇ প্রতি ১ মিনিটে উইকিপেডিয়াতে ৭টি করে আর্টিক্যাল আপলোড করা হয়।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন