চ্যাটিং অ্যাপ্লিকেশন স্কাইপে আসছে ভিডিও কল রেকর্ড সুবিধা

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 509 ভিউজ

মাইক্রোসফট এবার জনপ্রিয় চ্যাটিং অ্যাপ্লিকেশন স্কাইপ-এর ভিডিও কল রেকর্ডিং ফিচার নিয়ে কাজ করছে। এর ফলে যে কেউ খুব সহজেই প্রয়োজনীয় ও গুরুত্বপুর্ণ স্কাইপ-এর ভিডিও কল গুলো পরবর্তিতে ব্যবহারের জন্য সংরক্ষন করতে পারবেন। নতুন এই ভিডিও কল রেকর্ড ফিচারের সাথে স্কাইপ ব্যবহারকারীদের ইউটিউব বা টুইচারে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে ভিডিও কলটি সরাসরি সম্প্রচারের সুযোগও থাকছে। নতুন এই ফিচারে আরও থাকছে ওয়ারকাস্ট, এক্সস্প্লিট বা ভিমিক্সের মতো অ্যাপগুলোর সাথে কাজ করার সুযোগ। উইন্ডোজ ১০ এবং ম্যাকর ব্যবহারকারীরা নতুন ফিচারের মাধ্যমে কল রেকর্ড করতে পারবেন। এজন্য তাদের ডেক্সটপে স্কাইপ ক্লায়েন্ট সুইচে কনটেন্ট ক্রিয়েটর মুডে যেতে হবে এবং সেখান থেকেই সিলেক্ট করতে হবে প্লেস-রেকর্ড। খুব সহজেই রেকর্ডিং ফাইলটা এডিট করা যাবে অ্যাডবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি অডিয়েশন ব্যবহার করে।

স্কাইপ ব্যবহারকারীরা চাইলে ভিডিও কল রেকর্ডিং এর জন্য তৃতীয় কোন অ্যাপও ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে স্কাইপ ব্যবহারকারীকে সেগুলোর অনুমতি দিতে হবে। নতুন এই ফিচার আসার ফলে স্কাইপে কোনো কল রেকর্ড করতে আলাদা করে রেকর্ডিং অ্যাপ ব্যবহার করতে হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নতুন এ ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন