অনেক এ হয়তো কালির নাম শুনেছে কিন্তু জানেন না এটা কী। আবার অনেক এ আছেন এটা কী জানেন ই না নাম ও শুনেন নি। Kali Linux হচ্ছে Debian এর উপর নির্মিত হ্যাকিং টুলস সমৃদ্ধ একটি Linux Distribution। Kali Linux হচ্ছে Backtrack Linux এর নতুন ভার্সন । অনেকেই বলেন দুইটা সম্পূর্ণ আলাদা। আসলে Backtrack Linux কে আরো বেশি টুলস এবং কাজের সুবিধার্থে আরো বেশি সাদামাটা করে Kali Linux তৈরি করা হয়েছে। হ্যাকারদের জন্য কালি লিনাক্স হচ্ছে বর্তমানে নাম্বার 1 Operating System।
Offensive Security প্রথমে Backtrack 2, Backtrack 3, Backtrack 4, Backtrack 5, এবং সর্বশেষ Kali Linux নামের এই Linux Distribution বের করে ! বর্তমানে Kali Linux 2.0 যার নাম Kali Sana আগামি কয়েক মাসের মধ্যেই রিলিজ হতে যাচ্ছে। এখান থেকে Kali Linux Official Website ঘুরে আসতে পারেন।
কি কি করা যায় এটা দিয়েঃ
Kali Linux এ Top 10 Hacking Tools ছাড়াও এতে অনেক Tools আছে। হ্যাকিং এর পূর্ব শর্ত অনুযায়ী Information Gathering এর জন্য Kali Linux এ অনেক টুলস আছে। Kali Linux এ Windows Hacking, Website Hacking,WiFi Hacking, Android Hacking, Bluetooth Hacking, অনেক ধরনের Hardware, Router আরো অনেক কিছু হ্যাক করার জন্য অনেক টুলস এবং স্ক্রিপ্ট আছে। এর জন্য Kali Linux অনেক বেশি জনপ্রিয়।