ভারতীয় ভিসার ফি অনলাইনে কিভাবে দিবেন?

কর্তৃক মোঃ মতিউর রহমান
0 মন্তব্য 789 ভিউজ

লাল দাগ চিহ্নিত স্থান থেকে অথবা https://indianvisa-bangladesh.nic.in/… এখানে আবেদন সম্পর্ণ করে ফি দেওয়ার জন্য এখানে গেলেও হবে https://payment.ivacbd.com/ । https://payment.ivacbd.com/ এখানে যেয়ে নিন্মলিখিত কাজগুলো করবেনঃ
১. মিশন নির্বাচন করুন।
২. ENTER YOUR WEB FILE NUMBER এখানে আপনার ফাইলের Application Id টি দিন। (২ বার)
৩. তারপর যে IVAC সেন্টারে সব কিছু জমা দিবেন তা নির্বাচন করুন।
৪. ভিসার ধরন নির্বাচন করুন।
৫. পার্সপোর্ট নম্বর দিন।
৬. ট্যাব ২-ব্যাক্তিগত তথ্য এর জায়গায় সব তথ্য দিন।
৭. ওভারভিউ করুন।
৮. পেমেন্ট অপশন সিলেক্ট করুন।
৯. ধন্যবাদ বার্তা দেখতে পেলে শেষ।

বিস্তারিত আরো দেখতে চাইলে ব্যবহার বিধি দেখতে পারেনঃ https://payment.ivacbd.com/contents…

ব্যাস হয়ে গেল আপনার ফি প্রদান। এবার দোকানিকে দেওয়া ৫০/- বাঁচান! সুখে থাকুন। আপনার ভ্রমণ শুভ হোক।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন