গ্যারেজবন্দি গাড়ির যত্ন নেবেন যেভাবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 373 ভিউজ

করোনাভাইরাসের কারণে দেশে সাধারণ ছুটি চলছে। জরুরি প্রয়োজনীয় পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ। তাই কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ফলে আপনার গাড়ি পড়ে রয়েছে গ্যারেজে। তবে বাড়ি থেকে বের হতে হচ্ছে না বলেই গাড়িকে অযত্নে রাখা চলবে না। বরং চলতি করোনা-আবহাওয়ায় গাড়ি পরিষ্কার করার ব্যাপারে আরও সতর্ক হতে হবে।

ব্যবহার না করার ফলে গাড়িতে প্রচুর ধুলোবালি জমতে পারে, যার থেকে ব্যাকটেরিয়া-ভাইরাসের আশঙ্কা বেড়ে যায়। ভালোভাবে গাড়ি ধোওয়া, মোছার অভ্যাস রাখতে পারলেই, ‘সুস্থ’ থাকবে আপনার প্রিয় গাড়িটিও। নিয়মিত গাড়ির ভিতরে ও বাইরের অংশ ভালো ভাবে পরিষ্কার করতে হবে। কীভাবে যত্ন নেবেন গাড়ি জেনে নিন এই প্রতিবেদনে।

প্রথমেই খেয়াল রাখবেন, কেবিনে এমন কিছু রাখা নেই, যার থেকে গাড়ির ভিতরে দুর্গন্ধ ছড়াতে পারে। যেমন, আধ-খাওয়া খাবার, জুতা, ঢাকনা ছাড়া বোতল ইত্যাদি। এমন কিছু থাকলে প্রথমেই তা ফেলে দিন। এরপর কোনও ছোট ঝাড়ু বা ব্রাশ নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন কেবিন এলাকা।

বিশেষজ্ঞদের মতে, গাড়ির ভিতরের অংশ পরিষ্কার রাখতে ইথাইল অ্যালকোহল জাতীয় কিছুর ব্যবহার সবচেয়ে ভালো। গাড়ির ভিতরের অংশ ব্যাকটেরিয়া বা ভাইরাসের আঁতুড়ঘর হয়ে ওঠার আগে ব্রাশ ও তোয়ালে দিয়ে দরজার হ্যান্ডল, সিট বেল্ট, জানালার কাচ, এয়ার ভেন্ট ইত্যাদি অংশ ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে, এই সব অংশ চোখে দেখা যায় না এমন ধুলো-ময়লা থাকতে পারে। তাই গাড়ির ভিতরের এই অংশগুলোর উপর বিশেষ নজর দিতে হবে।

গাড়ির বাইরের অংশ

সাধারণ জলের পরিবর্তে গাড়ির বাইরের অংশ সাবান জল দিয়ে খুব ভালো ভাবে ধোওয়ার পর শুকনা কাপড় দিয়ে তা মুছে নিতে হবে। গাড়ি মোছার জন্য মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, গাড়ির বাইরের অংশ ধোওয়ার সময় জানলার কাচ সম্পূর্ণ বন্ধ রয়েছে কিনা দেখে নেবেন এবং এমন এলাকায় গাড়ি পরিষ্কার করবেন, যাতে অন্য কারোর কোনও অসুবিধা না হয়।

কী দিয়ে পরিষ্কার করবেন?

গাড়ির ভিতরে পরিষ্কারের জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তবে ব্লিচিং, হাইড্রোজেন পারঅক্সাইড বা অ্যামোনিয়ার মতো পদার্থ রয়েছে, এমন কিছু এড়িয়ে যাবেন। এগুলো থেকে গাড়ির ভিতরের অংশে ক্ষতি হতে পারে। ইথাইল যুক্ত অ্যালকোহল এক্ষেত্রে কাজে আসবে। এর থেকে ব্যাকটেরিয়া ও ভাইরাসের হানা থেকে গাড়িকে সুরক্ষিত রাখা সম্ভব। দুর্গন্ধ দূর করতে গাড়ির ভিতরে কোনও ব্যাগে চারকোল রেখে দিতে পারেন। দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকারী এটি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন