হুয়াওয়ে পি৪০ প্রো প্লাসের ফিচার ও স্পেসিফিকেশন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 289 ভিউজ

চীনভিত্তিক হুয়াওয়ে গত মার্চের শেষ দিকে ‘পি৪০’ সিরিজের একগুচ্ছ ডিভাইসের ঘোষণা দিয়েছিল। সিরিজটির ‘পি৪০ প্রো প্লাস’ ডিভাইসের সরবরাহ শুরু হবে আগামী মাসের শুরুর দিকে। হুয়াওয়ের আলোচিত প্রিমিয়াম এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন—

কাঠামো: সিরামিকের তৈরি কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৫৮.২ী৭২.৬ী৯এমএম

নেটওয়ার্ক সমর্থন: জিএসএম, এইচএসপিএ, এলটিই ও ফাইভজি

সিম: হাইব্রিড ডুয়াল, ডুয়াল স্ট্যান্ডবাই

ডিসপ্লে: ৬ দশমিক ৫৮ ইঞ্চি ওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন: ১২০০ী২৬৪০ পিক্সেল

ওএস: অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ইএমইউআই ১০.১

চিপসেট: অক্টা-কোর কিরিন ৯৯০ ফাইভজি

র্যাম: ৮ গিগাবাইট

মেমোরি কার্ড: ন্যানো মেমোরি কার্ড সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট

অভ্যন্তরীণ স্টোরেজ: ২৫৬ ও ৫১২ গিগাবাইট

রিয়ার ক্যামেরা: ৫০, ৮, ৮, ৪০ মেগাপিক্সেল ও টিওএফ ৩ডি ডেপথ সেন্সর

ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ও আইআর টিওএফ ৩ডি ডেপথ সেন্সর

কানেক্টিভিটি: ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি ৩.১, টাইপ-সি ১.০ রিভার্সিবল কানেক্টর

সেন্সর: ইনফ্রারেড ফেস রিকগনিশন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার

ব্যাটারি: নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ৪০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৪০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন

সূত্র: জিএসএম এরিনা

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন