সুরক্ষিত রাখবেন যেভাবে টিকটক অ্যাকাউন্ট

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 425 ভিউজ

ভিডিও শেয়ারিং অ্যাপের মধ্যে শীর্ষে টিকটক। অন্তত এশিয়ায়। ইউটিউব এবং ফেসবুক ভিডিওকে পেছনে ফেলে দিয়েছে এই অ্যাপ। এই বাড়তে থাকা জনপ্রিয়তা আবার দুশ্চিন্তারও কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাকারদের নজরে টিকটকের অ্যাকাউন্ট। আর ঠিক এই কারণেই ইউজারদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করার উপায় জানা উচিত।

১. অ্যাপের প্রাইভেসি ও সিকিউরিটি সেকশনে গিয়ে নিজের অ্যাকাউন্টকে প্রাইভেট করে রাখার অপশন পাবেন। সবাই আপনাকে খুঁজে পাক, এমনটা যদি না চান তাহলে অ্যাকাউন্ট প্রাইভেট রাখুন।

২. নিশ্চয়ই চাইবেন না আপনার ভিডিও অন্য কেউ ব্যবহার করুক। তাই নিজের ভিডিওর ডাউনলোড অপশনটি সুইচড অফ করে রাখুন।

৩. কে কে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে, সেই উপর একটা বাধানিষেধ জারি করে রাখুন। শুধু বন্ধুরা অথবা কেউই নয় অপশন বেছে নিতে পারেন। যদি সকলকে কমেন্ট করার অনুমতি দেন, তাহলে অবশ্যই তা যাচাই করুন। দেখুন কেউ অশালীন বা অপ্রীতিকর মন্তব্য করেছে কি না।

৪. অভিভাবকরাও যাতে এই অ্যাপের খুঁটিনাটি জেনে রাখেন, তাহলে উপকৃত হবে সন্তানরা। তাদের গোপন তথ্য চুরি যাতে না হয়, সেই দায়িত্ব মা-বাবাকেও নিতে হবে।

৫. ব্যক্তিগত তথ্য গোপন রাখতে চাইলে Stich or Duet সীমাবদ্ধ রাখুন। ভিডিওর ক্ষেত্রে শুধু বন্ধুদের অনুমতি দেওয়াই ভাল।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন