গ্যালাক্সি জে টু কোর দাম কমিয়ে ফিরে এলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 429 ভিউজ

২০১৮ সালে বাজারে এসেছিল স্যামসাং গ্যালাক্সি জে টু কোর। এই ফোনটির ২০২০ সালের এডিশন এলো। আগের ভার্সনের চেয়ে দাম কমেছে। ভারতে ফোনটি বিক্রি হচ্ছে ছয় হাজার রুপিতে। অ্যানড্রয়েড গো এডিশনের এই ফোনে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকবে।

২০১৮ সালে বাজারে এসেছিল গ্যালাক্সি জে টু কোর। যদিও ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছিল গ্যালাক্সি জে সিরিজের পরিবর্তে গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলো বাজারে আসবে। গ্যালাক্সি জে টু কোর লঞ্চের প্রায় দুই বছর পর পরে একই ডিজাইনে ভারতে এল গ্যালাক্সি জে টু কোর ২০২০ এডিশন।

১ জিবি র‌্যাম ও ১৬ জিরি রমে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যে ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। কালো, নীল ও সোনালি রঙে পাওয়া যাবে ফোনটি।

এই ফোনে রয়েছে একটি ৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ১.৪ গিগাহার্জের কোয়াড-কোর প্রসেসর। সঙ্গে রয়েছে ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ। ২০১৮ সালের মডেলে ৮ জিবি স্টোরেজ ব্যবহার হয়েছিল।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন