শাওমির বাজারে এল ওয়ারলেস পাওয়ার ব্যাংক

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 374 ভিউজ

শাওমি ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে প্রথম ১০,০০০ মিলি অ্যাম্পিয়ারের ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক। এতে আপনি টু-ওয়ে চার্জিং সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনি এই পাওয়ার ব্যাংকের কেবিল এর মাধ্যমে অথবা আপনার ফোন সাপোর্ট করলে ওয়ারলেস চার্জিং করতে পারবেন।

তবে যদি কেবিল এর মাধ্যমে চার্জ করেন তাহলে আপনি, ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, যেখানে ওয়্যারলেস চার্জিং করলে ১০ ওয়াটের সাপোর্ট থাকছে। এই পাওয়ার ব্যাংকটির দাম হবে ২,৪৯৯ টাকা এবং আপনি এই পাওয়ার ব্যাংকটি আপাতত শাওমির ওয়েবসাইট এমআই ডট কম (mi.com) থেকে কিনতে পারবেন।

তবে এখনো অবধি শাওমির কোন স্মার্টফোনেই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই, তাই মনে করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলা এমআই ১০ এবং এমআই ১০ প্রো-তে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন