গ্যালাক্সি এ ৭০ এস সফটওয়্যার আপডেট পেল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 615 ভিউজ

অ্যানড্রয়েড টেনের আপডেট পৌঁছালো স্যামসাং গ্যালাক্সি এ ৭০ এস মডেলের ফোনে। একই সঙ্গে এই ফোনে পৌঁছেছে ওয়ান ইউআই ২.০ ইউজার ইন্টারফেস। A707FDDU2BTC2 বিল্ড নম্বরে স্যামসাং গ্যালাক্সি এ ৭০ এস মডেলে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে। গত বছর সেপ্টেম্বরে বাাজরে এসেছিল হয়েছিল ফোনটি।

সম্প্রতি এই ফোনের দাম কমিয়েছে স্যামসাং। ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এ ৭০ এস গ্রাহকরা সেটিংস> সফ্টওয়্যার আপডেট> ডাউনলোড এবং ইনস্টল করুন> এখনই ইনস্টল করুন, এই আপডেট ডাউনলোড করতে পারবেন। ধাপে ধাপে সব গ্রাহকের ফোন পৌঁছবে ২ জিবি সাইজের এই আপডেট। ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি রম।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন