বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 330 ভিউজ

বর্তমান দুনিয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোনের রাজত্ব চলছে। বিশ্বের মোট স্মার্টফোনের ৮০ শতাংশের বেশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে। বিশ্বের বড় বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি এমনকি গুগল নিজেও অ্যান্ড্রয়েডনির্ভর ফোন বাজারে এনেছে। এমন প্রচুর ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন কোনটি, ভেবে দেখেছেন?

বাজার গবেষণা প্রতিষ্ঠান অমডিয়ার তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের তৈরি। এন্ট্রি লেভেল গ্যালাক্সি ১০ স্মার্টফোনটিই গত বছর বাজারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তবে গত বছরের সবচেয়ে বিক্রি হওয়া ফোনটি আবার আইওএস প্ল্যাটফর্মের।

২০১৮ সালে বাজারে আসার পর থেকে আইফোন এক্সআর মডেলটিই খবরের শিরোনাম হয়েছে। এটিই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০১৯ সালে ৪ কোটি ৬৩ লাখ ইউনিট আইফোন এক্সআর মডেলটি বাজারে এসেছে। এর চেয়ে ৯০ লাখ ইউনিট কম বিক্রি হয়ে স্মার্টফোন বাজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে আইফোন ১১।

অমডিয়া স্মার্টফোন মডেল মার্কেট ট্র্যাকার শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন বাজারে প্রথম ও দ্বিতীয় স্থানটি অ্যাপলের দখলে। এরপরই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের জয়জয়কার। বাজারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানটি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির। সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় রয়েছে গ্যালাক্সি এ১০, এ৫০ ও এ২০ মডেল তিনটি। এ১০ মডেলটি বিক্রি হয়েছে ৩ কোটি ৩ লাখ, এ৫০ মডেলটি বিক্রি হয়েছে ২ কোটি ৪২ লাখ ও এ২০ মডেলটি বিক্রি হয়েছে ২ কোটি ৩১ লাখ ইউনিট। গত বছরে আইফোন ১১ বিক্রি হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ইউনিট।

বাজারে ষষ্ঠ অবস্থানটিও অ্যাপলের। ১ কোটি ৭৬ লাখ ইউনিট বিক্রি নিয়ে বাজারের ষষ্ঠ অবস্থানে রয়েছে আইফোন ১১ প্রো ম্যাক্স। এরপর ১ কোটি ৭৪ লাখ ইউনিট বিক্রি নিয়ে পরের অবস্থানে আইফোন ৮।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের তথ্য অনুযায়ী, স্মার্টফোন বিক্রিতে শীর্ষ অবস্থানে থাকলেও টানা দুই বছর ধরে অ্যাপলের স্মার্টফোন বিক্রি কমছে। ২০১৮ সালে ৫ দশমিক ১ ও ২০১৯ সালে ৪ দশমিক ৬ শতাংশ স্মার্টফোন বিক্রি কমেছে অ্যাপলের। ২০১৯ সালের স্মার্টফোন বিক্রির দিক থেকে অ্যাপল ও স্যামসাংয়ের জয়জয়কার হলেও ওই তালিকায় ১০ নম্বরে জায়গা পেয়েছে শাওমির রেডমি নোট ৭ মডেলটি। ২০১৯ সালে ১ কোটি ৬৪ লাখ ইউনিট বিক্রি হয়েছে নোট ৭।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন