পরিবেশবান্ধব ই-রিকশা আনলো আমাজন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 319 ভিউজ

পরিবেশবান্ধব ই-রিকশা আনলো ই-কমার্স জায়ান্ট আমাজন। শুরুতে ভারতের গ্রাহকদের কাছে এই পণ্য পৌঁছে দিতে আগ্রহী মার্কিন কোম্পানিটি।এনডিটিভি জানায়, সোমবার টুইটার হ্যান্ডলে ই-রিকশা নিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন আমাজন প্রধান জেফ বেজোস। এটিকে ভারতের জন্য আমাজনের বিশেষ উপহার বলে উল্লেখ করেন তিনি।

গত সপ্তাহে তিন দিনের ভারত সফর করেছিলেন বেজোস। বিদ্যুৎ চালিত রিকশাটি তিনি ভারতীয় গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চান, এমনটিই দেখা যাচ্ছে প্রমোশনাল ওই ভিডিওতে।ভিডিওটিতে দেখা যায়, একটি রিকশার চালকের আসনে বসে আছেন বেজোস নিজেই। পণ্যটি পরিবেশবান্ধব বলেও উল্লেখ করেন তিনি।

যদিও কবে নাগাদ পণ্যটি ভারতের নাগরিকদের কাছে পৌঁছছে সেটি নিশ্চিত করা যায়নি। তবে গত সপ্তাহে ভারত ছাড়ার আগে বেজোস বলেন, ‘এ দেশের জন্য কয়েক কোটি কর্মসংস্থান তৈরি করতে তৎপর কোম্পানি।’

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন