নতুন ফোল্ডএবল ‘গ্যালাক্সি জেড ফ্লিপ’ স্মার্টফোন আসছে স্যামসাংয়ের

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 401 ভিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ১১ ফেব্রুয়ারির ইভেন্টে ‘গ্যালাক্সি জেড ফ্লিপ’ নামে আরেকটি ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করতে পারে স্যামসাং।ইতোমধ্যেই চীনের ৩সি সনদ ডেটাবেইসে নাম উঠেছে ডিভাইসটির। বলা হয়েছে বাক্সে ১৫ ওয়াটের চার্জার থাকবে ডিভাইসটির সঙ্গে।

চীনের এই ৩সি সনদে ডিভাসটির মডেল নাম্বার দেওয়া হয়েছে এসএম-এফ৭০০। এতে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর।ডিভাইসটির পেছনে ডুয়াল ক্যামেরা ব্যবস্থার পাশাপাশি সামনে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রাখতে পার স্যামসাং।

ধারণা করা হচ্ছে, ৮কে রেজুলিউশানের ভিডিও ধারণ করতে পারবে ডিভাইসটি। দক্ষিণ কোরিয়ার বাজারে ফোনটির ৫জি সংস্করণ আনতে পারে স্যামসাং।স্মার্টফোনের সঠিক তথ্য ফাঁসে পরিচিত আইস ইউনিভার্স আগেই দাবি করেছেন নতুন এই ফোল্ডএবল ডিভাইসটিতে প্লাস্টিকের বদলে পাতলা কাঁচের পর্দা ব্যবহার করবে স্যামসাং।

‘আলট্রা থিন গ্লাস’ বা ইউটিজি’র জন্য ইতোমধ্যে ইউরোপে ট্রেডমার্ক আবেদন করেছে প্রতিষ্ঠানটি।ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্মার্টফোনটির বাজার মূল্য হবে এক হাজার মার্কিন ডলারের কাছাকাছি।প্রতিষ্ঠানের প্রথম ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ডের দাম প্রায় দুই হাজার ডলার, যা বেশির ভাগ গ্রাহকেরই নাগালের বাইরে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন