বছরজুড়ে গুগলে যা খুঁজেছে বাংলাদেশ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 376 ভিউজ

দিন চারেক পর আসছে নতুন বছর। আরেকটি বছর হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। পুরো বছরজুড়ে ইতিহাসের পাতায় যোগ হয়েছে বহু ঘটনা। প্রতি বছরের ন্যায় এ বছরেও নিজেদের টপ ট্রেন্ডিং সার্চ টার্ম তালিকা প্রকাশ করেছে গুগল। সম্প্রতি এই তালিকা প্রকাশিত হয়েছে গুগল ট্রেন্ডস সাইটে।

এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ, আইসিসির মতো বিষয়গুলো। ব্যক্তি হিসেবে উঠে এসেছে সাকিব আল হাসান, কিয়ানু রিভসের নামও। আবার ঘটনার ক্ষেত্রে জায়গা করে নিয়েছে ঘূর্ণিঝড় ফণী, ঘূর্ণিঝড় বুলবুল, শিক্ষা বোর্ড ফলাফল ইত্যাদি।

এ বছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গুগল সার্চ করা হয়েছে বরিশাল ও সিলেট বিভাগ থেকে। বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে বরিশাল বিভাগ থেকে। ব্যক্তি সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সিলেট বিভাগ থেকে।

২০১৯ সালে সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তি

১. সাকিব আল হাসান
২. মোহম্মদ নাইম
৩. আফিফ হোসেন
৪. সারা আলি খান
৫. সামজ ভাই
৬. মুশফিকুর রহিম
৭. মোহাম্মদ মিঠুন
৮. কিয়ানু রিভস
৯. আরমান আলিফ
১০. দীপু মনি

সবচেয়ে বেশি সার্চ করা বিষয়গুলো

১. বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
২. ক্রিকবাজ লাইভ স্কোর
৩. এসএসসি ফল-২০১৯
৪. আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৯
৫. কোপা আমেরিকা-২০১৯
৬. ৯ অ্যাপস
৭. এইচএসসি ফল-২০১৯
৮. র‌্যাবিটহোলবিডি
৯. এইচ৫গেইম ও
১০. ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ

সবচেয়ে বেশি সার্চ হওয়া সংবাদগুলো

১. শিক্ষা বোর্ড ফলাফল
২. ঘূর্ণিঝড় ফণী
৩. ঘূর্ণিঝড় বুলবুল
৪. ডেঙ্গুজ্বরের লক্ষণ
৫. ডিসি জামালপুর
৬. বাবরি মসজিদ
৭. ডাকসু
৮. কাশ্মীর
৯. অ্যামাজন রেইনফরেস্ট
১০. নেইমার ট্রান্সফার

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন