টিসিএলের ট্রাইফোল্ড স্মার্টফোন!

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 427 ভিউজ

চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করছে। ট্রাইফোল্ড বা তিন ভাঁজ বিশিষ্ট ফোল্ডেবল স্মার্টফোন অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (২০১৯) আলোচিত বিষয় ছিল স্যামসাং গ্যালক্সি ফোল্ড এবং হুয়াওয়ে মেট এক্স। এই ডিভাইসে একটি হিঞ্জ বা কব্জা ব্যবহৃত হয়েছে ফোনটি ফোল্ড করার জন্য, কিন্তু টিসিএল ট্রাইফোল্ডে ডিভাইসে দুটি হিঞ্জ রয়েছে। এর প্রথম ফোল্ডটি খুললে একটি স্মার্টফোন এবং দ্বিতীয়টি খুললে একটি ১০ ইঞ্চির ট্যাবলেটের আকার ধারণ করবে।

টিসিএলে ব্যবহৃত এই ট্রাইফোল্ড সিস্টেমে ড্রাগনহিঞ্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটি শুধুমাত্র বইয়ের মতো ভাঁজ করা যাবে। এছাড়া এতে বাটারফ্লাই হিঞ্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে বিপরীত দিকেও ফোনটি ফোল্ড করা যাবে।

আগামী ২০২০ সালে স্মার্টফোনের বাজারের আসবে টিসিএল ট্রাইফোল্ড স্মার্টফোন। তবে এর বাজারমূল্য কত হবে এখনও জানা যায়নি।

সূত্র: জিসমোচীনা

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন