ক্রোম ওএস চালিত ‘পিক্সেলবুক গো’ আনছে গুগল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 303 ভিউজ

পিক্সেল ফোনের সঙ্গে পিক্সেলবুক গো ল্যাপটপ আনছে গুগল। পিক্সেলবুকের উত্তরসূরি হিসেবে এটি বাজারে আসবে। পিক্সেলবুকের মতোই বিভিন্ন সংস্করণে পাওয়া যাবে নতুন ল্যাপটপটি। সবচেয়ে কম দামের সংস্করণটিতে থাকবে ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেল কোর এম৩, ৮ জিবি র‍্যাম। আরেকটি সংস্করণে থাকবে ইন্টেল কোর আই৫ প্রসেসরও ১২৮ জিবি স্টোরেজ। সবচেয়ে দামি সংস্করণে থাকবে ৪কে রেজুলেশনের ডিসপ্লে, কোরআই৭ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

প্রতিটি সংস্করণেই থাকবে দুটি ফ্রন্ট স্পিকার, দুটি ইউএসবি-সি, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা, পিক্সেল বুক পেন ও ১৩ দশমিক ৩ ইঞ্চির টাচ স্ক্রিন। অপারেটিং সিস্টেমে থাকবে ক্রোম ওএস। ল্যাপটপটি পাওয়া যাবে জাস্ট ব্ল্যাক ও নট পিঙ্ক। দাম হতে পারে হাজার ডলারের আশেপাশে। আগামী ১৫ অক্টোবর পিক্সেল ইভেন্টে আনুষ্ঠানিকভাবে ‘পিক্সেল গো’ আনার ঘোষণা দেবে গুগল।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন