সর্বোচ্চ গতির রেকর্ড বুগাটির, ঘণ্টায় চললো ৪৯০ কিলোমিটার

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 409 ভিউজ

বুগাটি ব্রান্ডের ‘বুগাটি শিরন’ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত গতির গাড়ি। এই সুপারকারটি সম্প্রতি ঘণ্টায় ৩০০ মাইল গতিসীমা পার হয়ে রেকর্ড গড়েছে। ঘণ্টায় ৩০০ মাইল বা ৪৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোকে একটি মাইলফলক হিসেবে মনে করা হতো। এটি ছুঁতে বিভিন্ন ব্রান্ডের সুপারকার উৎপাদনকারীরা সচেষ্ট ছিলেন।

তবে সবাইকে পেছনে ফেলে বুগাটি শিরন-ই এই মুকুট অর্জন করলো। এক ঘণ্টায় ৪৮০ কিলোমিটার পার হয়ে ৪৯০ দশমিক ৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে সুপারকারটি। বুগাটি জানিয়েছে, তাদের নতুন মডেলের সুপারকার জার্মানির টেকনিকাল ইনস্পেকশন এসোসিয়েশন কর্তৃক পরীক্ষিত।

জানা গেছে, বুগাটির একদল ইঞ্জিনিয়ার বিশেষায়িত এই সুপারকার ডিজাইন করতে ৬ মাস ধরে কাজ করেছেন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন