প্রযুক্তি পণ্যের সংকটে দাম বেড়েছে খুচরা বাজারে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 406 ভিউজ

দেশের প্রযুক্তিবাজারে পণ্যের সংকট দেখা দিয়েছে। ডিলার ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমদানিকারক ও পরিবেশকরা পণ্য সরবরাহ করতে না পারায় এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। প্রযুক্তি ব্যবসায়ীরা বলছেন, শিগগিরই এই সংকট কেটে যাবে ।

করোনার লকডাউন উঠলেও দেশের প্রযুক্তিবাজারে পণ্যের সংকট দেখা দিয়েছে। একইসঙ্গে দাম বেড়েছে ৭ শতাংশ পর্যন্ত। আর এই সঙ্কটে বাজারে নন ব্র্যান্ডের পণ্যের পসার বাড়ছে বলেও জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদা তাদের পছন্দের পণ্য না পেয়েই যা পাচ্ছেন তাই কিনছেন।

বাজারে পণ্যের সংকট থাকলেও ব্যবসায়ীরা খুশি বিক্রি বেড়ে যাওয়ায়। তাদের অভিমত, ক্রেতারা তাদের পছন্দের পণ্য না পেয়ে সংকটের কারণে হাতের কাছে যা পাচ্ছেন ( ব্র্যান্ড, নন ব্র্যান্ড পণ্য) তাই কিনছেন। ফলে বিক্রি বেড়ে গেছে।

বাজার সঙ্কটের শীর্ষে রয়েছে ল্যাপটপ, পিসি, রাউটার ও মডেম। এই তালিকায় রয়েছে মনিটর, মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড,ওয়েবক্যাম এবং হেডফোনের মতো অ্যাক্সেসরিজও।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন