যে ১৪ অ্যাপ গোপনে অর্থ চুরি করে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 437 ভিউজ

অ্যান্ড্রয়েড থেকে ব্যবহারকারীর অজান্তেই চুরি হতে পারে কয়েকটি বিপজ্জনক অ্যাপ্লিকেশন। এই অ্যাপলিকেশনগুলো মোবাইলে থাকা অর্থ খরচ করে বিভিন্ন সাবক্রিপশন কিনতে থাকে। ফলে ক্ষতিগ্রস্ত হন ব্যবহারকারীরা।

সাইবার নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠান সফোসের পক্ষ থেকে এইসব অ্যাপ দ্রুত মোবাইল থেকে আনইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব অ্যাপ সম্পর্কে সবচেয়ে ভয়ংকর তথ্য হলো – ব্যাক বাটনে চাপলেও তাতে সাবক্রিপশন চালু করে দেয়। ইতোমধ্যেই গুগলকে জানানোর পর বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখেছে এবং কিছু অ্যাপ সরিয়ে নিয়েছে প্লে স্টোর থেকে।

তবে এখনো ১৪ টি অ্যাপ গুগল প্লেস্টোরে আছে। সেই বিপজ্জনক অ্যাপগুলো হচ্ছে—কমপ্রেস ভিডিও, ডায়নামিক ওয়ালপেপার, গেমট্রিস ওয়ালপেপার, মজিফন্ট, মন্টেজ-হেল্প ইউ মেক কুল ভিডিওস, মাই রেপ্লিকা, ওল্ড মি-সিমুলেট ওল্ড ফেস, ফটো কনভার্টার, প্র্যাঙ্ক কল, রিকভার ডিলিটেড ফটোজ, ফটো ব্যাকআপ, সার্চ বাই ইমেজ, ভিডিও ম্যাজিশিয়ান, এক্সস্লিপ ও জয়না ওয়ালপেপার।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন