‘ডিএসএলআর’ ফোন নকিয়ার

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 309 ভিউজ

ফোনে ডিএসএলআর ক্যামেরার লেন্সের মতো গোলাকার ক্যামেরা মডিউল নিয়ে হাজির হচ্ছে নকিয়া। এইচএমডি গ্লোবালের মালিকানধীন নকিয়ার নতুন এই ফোনের মডেল নকিয়া ৩.৪। এই সেপ্টেম্বর মাসেই ফোনটি বাজারে আসার কথা রয়েছে।

কয়েকদিন আগে এই ফোনকে বেঞ্চ মার্ক সাইট গিকবেঞ্চ এও দেখা গিয়েছিল। এমনকি নকিয়া ওয়েবসাইটেও ‘ডক্টরস্ট্রেঞ্জ’ ফোনটিকে কিছুদিন আগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার এই ফোনের অফিসিয়াল রেন্ডার সামনে এল।

জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস টুইটারে নকিয়া ৩.৪ এর অফিসিয়াল প্রেস রেন্ডার টুইট করেছে। এই রেন্ডারে দেখা গেছে ফোনটি ব্লু কালার ভ্যারিয়েন্টে আসবে। এছাড়াও ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এই ফোনে গোলাকার শেপে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এবার এতে এলইডি ফ্ল্যাশ থাকবে। আবার ফোনের পিছনে আছে নকিয়ার লোগো।

নতুন এই নকিয়া ফোনের ডান দিকে আছে পাওয়ার ও ভলিউম বাটন। আবার বাম দিকে থাকবে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। আবার ফোনের উপরের দিকে আছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন