যেভাবে ইন্টারনেট ডেটা সাশ্রয় করবেন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 265 ভিউজ

তারহীন প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারীরা কম-বেশি একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। তা হলো ইন্টারনেট প্যাকেজের নির্ধারিত পরিমাণের ডেটা (সাধারণত মেগাবাইট বা এমবি) দ্রুত শেষ হয়ে যায়। ফলে ইন্টারনেট বিলে বাড়তি খরচ মেটাতে হয়। তবে কিছু কৌশল অবলম্বন করে ভালো সুবিধা পাওয়া যায়।

যারা আইওএস ফোন ব্যবহার করেন, তাদের জন্য হিডেন ফিচার আছে। এর নাম ‘লো ডেটা মোড’। এখানে সেলুলার ডেটা কিংবা ওয়াইফাই কানেকশনের জন্য আলাদা সেটিং আছে। এছাড়া যারা অ্যানড্রয়েড ব্যবহার করেন তাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখার সুযোগ আছে।

অ্যানড্রয়েড ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখা যায় দুই উপায়ে। প্রথমত মোবাইলের ডেটা সংযোগ বন্ধ থাকলে সেটি চালু করতে হবে। এরপর Settings-এ গিয়ে Data Usage-এ ক্লিক করতে হবে। সেখানে Restrict background Data পাওয়া যাবে। এটি চালু করলেই বন্ধ অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা খরচ বন্ধ হবে।

তবে অনেক ডিভাইসে উপরের পদ্ধতিটি খুব একটা কার্যকর নয়। সে ক্ষেত্রে Data Usage-এ গেলে নিচের দিকে ব্যবহারকারীর ডিভাইসের অ্যাপসগুলো কী পরিমাণ ডেটা খরচ করছে সেটি দেখাবে। এখান থেকে নির্দিষ্ট অ্যাপটিতে ক্লিক করতে হবে। নিচের দিকে Restrict background Data নামে অপশন থাকবে। অপশনটিতে মার্ক দিলে একইভাবে ব্যাকগ্রাউন্ড ডেটা খরচ বন্ধ হয়ে যাবে।

এর পাশাপাশি অ্যাপ ব্যবহার করতে পারেন। কিছু অ্যাপ আছে যেগুলো অনেক লো ডেটা খরচ করে আপনাকে ব্রাউজিংয়ের সুযোগ দেয়। যেমন- অপেরা মিনি, অপেরা নিউ, ইউসি ব্রাউজারে ডেটা সেভিংস মোড আছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন