অনেক ইউটিউবারের কাছে একপ্রকার রহস্যই থেকে গেছে ইউটিউবের সার্চ প্রক্রিয়াটি। হালে এ সম্পর্কে খোলাসা করে কথা বলেছে গুগল। শুধু তা-ই নয়, বিষয়টি নিয়ে আলাদা এক ওয়েবসাইট ‘হাউ ইউটিউব ওয়ার্কস’ও তৈরি করেছে তারা। বিস্তারিত আশরাফুল ইসলামের কাছে।
গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সার্চ রেজাল্টে এগিয়ে থাকার চেষ্টা করেন সব ইউটিউবারই। আর এতে সফল হলে ভিডিওর ভিউ বেশি হয়। কিন্তু প্রশ্ন হলো, হাজারো ভিডিওর ভিড়ে কিভাবে সার্চ ফলাফলে এগিয়ে থাকা যাবে? যদি জানা যায়, ইউটিউবের সার্চ অ্যালগরিদম কিভাবে কাজ করে, তাহলে কাজটা একটু সহজ হয় বৈকি!
প্রাসঙ্গিক ভিডিও
সার্চ প্রাসঙ্গিক ভিডিও নির্ধারণের সময় ইউটিউবের র্যাংকিং অ্যালগরিদম অনেক
বিষয়ের ওপর কাজ করে। ধরুন, আপনি কোনো ভিডিও ইউটিউবে সার্চ করলেন, তখন সবার
আগে ভিডিওর শিরোনাম, ট্যাগ ও বর্ণনায় যুক্ত করা টেক্সট কনটেন্ট যাচাই করে
দেখবে ইউটিউবের নিউরাল নেটওয়ার্ক সিস্টেম। তারপর সার্চের কি-ওয়ার্ডের সঙ্গে
মিল আছে এমন ভিডিওগুলো দেখাবে সবার প্রথমে।
একটি মন্তব্য পোস্ট করুন