‘ব্যবসা প্রসারে শেয়ার বিক্রিসহ বিকল্প খুঁজছে উবার’

অ্যাপভিত্তিক পরিবহনসেবা প্রতিষ্ঠান উবার তার ব্যবসা প্রসারে কৌশলগত অংশীদারিত্ব বা আংশিক অংশ (শেয়ার) বিক্রয়ের বিকল্প খুঁজছে বলে জানিয়েছে এক্সিয়োস। উবার টেকনোলজির একাধিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খসরুশাহীর লাভ অর্জনের প্রতি আগ্রহের প্রতিফলন ঘটাতেই এই পদক্ষেপ নেয়া হতে পারে। তবে উবার এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}