অ্যাপল স্টোর থেকেই পণ্য সরবরাহ করবে

চীন বা স্থানীয় গুদাম থেকে নয়, এবার নিজেদের স্টোর থেকেই পণ্য সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাপল। গ্রাহকের কাছে কম সময়ে পণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে খবর দিয়েছে প্রযুক্তি সাইট দ্য ভার্জ।

ভার্জ জানিয়েছে, পণ্য সরবরাহ ব্যবস্থায় এই পরিবর্তন শুধুই অভ্যন্তরীণ বিষয়। কোন স্টোর থেকে পণ্য সরবরাহ করা হবে তার ওপর গ্রাহকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

পরিকল্পনা বাস্তবায়নে স্টোরের ১০০ মাইলের মধ্যে থাকা গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছাতে যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রায় তিনশ’ অ্যাপল স্টোরের নেটওয়ার্ক ব্যবহার করবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

নতুন আইফোন উন্মোচনের আগেই বিস্তৃত পরিসরে এই সেবা চালু করতে যাচ্ছে অ্যাপল। চলতি বছরের শুরুতেই কিছু স্টোরে নতুন এই ব্যবস্থা চালু করেছে তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}