সোনার চেইন জেতার সুযোগ চালডালে কেনাকাটায়

দেশের বৃহত্তম অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম চালডাল (chaldal.com) গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। চালডাল থেকে ১৫০০ টাকার বেশি কেনাকাটা করে সোনার চেইন জিতে নেয়ার সুযোগ রয়েছে। ক্যাম্পেইন চলাকালে চারজন ভাগ্যবান ২২ ক্যারেটের ৫.৯৮ গ্রাম ওজনের সোনার চেইন জিতে নিতে পারবেন। চালডালের নিবন্ধিত ক্রেতা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অ্যাপ থেকে কেনাকাটা করলে অফারটি পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চালডাল ডটকম জানিয়েছে, একজন ক্রেতা চালডাল ডটকম থেকে যত বেশি পণ্য অর্ডার করবেন তার সোনার চেইন জেতার তত বেশি সুযোগ থাকবে। অফারটি শুরু ৮ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়েছে চলবে ২০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত চলবে। অফারটি শুধুমাত্র ঢাকায় ডেলিভারিকৃত অর্ডারগুলোর জন্য প্রযোজ্য।

শুধু মাত্র ডেলিভারি সম্পন্ন হয়েছে এ রকম অর্ডারসমূহ র‌্যান্ডম ড্রয়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। অফার চলাকালীন যে কোনো সময়ে অর্ডার করে অফার শেষ হবার আগ পর্যন্ত যে কোনো দিন ও সময়ে সুবিধা মতো টাইম স্লটে ডেলিভারি নেয়া যাবে।

চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই বলেন, ‘চালডালের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি ক্রেতাদের ভালো কিছু উপহার দিতে। ক্রেতা সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিতায় চালডাল ক্রেতাদের আরো বেশি পণ্য কিনতে উৎসাহিত করতে সোনার চেইন ক্যাম্পেইন চালু করেছে। আশা করি এই ক্যাম্পেইন ক্রেতাদের জন্য সহায়ক হবে।’

তিনি আরো বলেন, ‘সোনার চেইন বিজয়ীদের নাম ৯ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে চারবারে চালডাল ডটকমের ফেইসবুক পেজে প্রকাশ করা হবে। বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রে চালডাল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। বিজয়ীদের মধ্যে থেকে কেউ চাইলে গোল্ড চেইন না নিয়ে সমপরিমানের টাকা গ্রহণ করতে পারবেন।’

বিস্তারিত জানতে ভিজিট করুন chaldal.com এর ওয়েবসাইট, অ্যাপ কিংবা ফেইসবুক পেজ- www.facebook.com/chaldalcom

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন