ভারত নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ আনছে

‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ নামে নিজেদের অ্যাপ স্টোর চালুর পরিকল্পনা করেছে ভারত। পরিকল্পিত অ্যাপ স্টোরটি অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরের বিকল্প হবে।

নিজেদের দেশকে আরও স্বনির্ভর করে তুলতে চাইছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পরিকল্পনার অংশ হিসেবেই নিজেদের অ্যাপ স্টোর শুরু করতে চাইছে দেশটি। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে বিস্তারিত তেমন আর কোনো তথ্য জানা যায়নি। পুরো ব্যাপারটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলেছেন, “ভারতের বাজারে অ্যান্ড্রয়েডের ৯৭ শতাংশ শেয়ার রয়েছে। আমাদের এ ব্যাপারটিতে হাত দেওয়া উচিত, এবং ভারতীয় স্টার্টআপগুলোকে তুলে ধরা উচিত।”

সংশ্লিষ্ট ওই সূত্র আরও জানিয়েছেন, অ্যাপল ও গুগলের মতো ৩০ শতাংশ করে চার্জ রাখবে না ভারতীয় অ্যাপ স্টোরটি। অ্যান্ড্রয়েড ফোনে যাতে বাধ্যতামূলকভাবে সরকারি অ্যাপ ‘প্রি-ইন্সটলড’ থাকে, সে ব্যাপারেও পরিকল্পনা করছে ভারত সরকার।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}