৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভিভোর নতুন ফোনে

ভি সিরিজের নতুন ফোন আনছে ভিভো। দুইটি মডেলে এই ফোন আসবে। মডেল ভিভো ভি ২০ এবং ভি ২০ প্রো। এই ফোনের বিশেষত্ব ক্যামেরায়। এতে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে। সেলফির জন্য রয়েছে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।

উভয় মডেলের ফোনে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ জি মডেলের চিপসেট। এতে আরো থাকছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি বিল্টইন মেমোরি। মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়ার সুযোগ আছে।

ফোনটি বাজারে আসলে এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যানড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১১। ভিভো ভি ২০ প্রো ফোনে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে থাকছে। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। দ্রুত গতিতে চার্জ দেয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}