শাওমি ১০৮ মেগাপিক্সেলের ফোন আনছে

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন আনছে শাওমি। জানা গেছে, গুয়াগুইন এবং গুয়াগুইন প্রো নামে দুইটি নতুন স্মার্টফোন আনতে চলেছে শাওমি। এই দুইটি ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। এ ছাড়া বেস মডেলে থাকবে ৬৪ মেগাপিক্সেল সেন্সর।

রেডমি ব্র্যান্ডের অধীনেই এই দুই ফোন লঞ্চ হবে। ৬৪ মেগাপিক্সেল বা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকলেও এই দুইটি স্মার্টফোনের দাম রাখা হবে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই।

দাম জানা না গেলেও, সংস্থা মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখেই এই দুইটি স্মার্টফোন শিগগিরই বাজারে আনতে চলেছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}