আইফোনের ডিসপ্লে সবুজ হয়ে যাচ্ছে

আইফোনের ডিসপ্লে নিয়ে অভিযোগ বাড়ছেই। বিশেষ করে রেডিট ইউজার ফোরাম, টেক ফোরামসহ কয়েকটি ওয়েবসাইটে অনেকের অভিযোগ, হুট করেই আইফোনের স্ক্রিন সবুজ হয়ে যাচ্ছে।

আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সের স্ক্রিনে বেশি সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। অনেকর ফোনে শুধু লো লাইটে এ সমস্যা দেখা দিচ্ছে। আবার আনলক করার পরও কিছু ডিভাইসে সবুজ রং দেখা যাচ্ছে। অনেকের ব্যবহারকারী এই রঙ সবসময় দেখছেন।

ব্যবহারকারীরা জানান, আইওএস ১৩.৪ সংস্করণের আপডেট ইন্সটল করার পরই এ সমস্যা শুরু হয়। পরে আইওএস ১৩.৫ ও আইওএস ১৩.৫.১ আপডেটে এ সমস্যা বড় আকার ধারণ করে। এই সমস্যার সমাধানে আপডেটও কাজ করছে না।ব্যবহাকারীদের এমন অভিযোগের পর আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}