যেসব ফোন অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে

কয়েকদিন আগেই অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। সংস্করণটির নাম দেয়া হয়েছে ‘অ্যানড্রয়েড ১১ বেটা’। এতে চ্যাটিং অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি তথ্য সুরক্ষা রাখার বিষয়ে জোর দিয়েছে গুগল।

গুগল পিক্সেল ফোনে অ্যানড্রয়েড ১১ বেটা আপডেট দিয়ে এর পথচলা শুরু হয়েছে। এবার সেই যাত্রায় যোগ হলো আরো দুটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। শাওমির তিনটি এবং অপোর দুটি মডেলে অ্যানড্রয়েড বেটা ১১ পাওয়া যাবে। খবর জিএসএমএরিনা

চীনা প্রতিষ্ঠান শাওমির— মি১০ ফাইভজি, মি১০ প্রো ফাইভজি এবং পোকো এফ২ প্রো ফোনে পরীক্ষামূলকভাবে অ্যানড্রয়েড ১১ আপডেট দেয়া হবে। এছাড়া অপোর ফাইন্ড এক্স২ এবং ফাইন্ড এক্স২ প্রো ফোনে অ্যানড্রয়েডের নতুন সংস্করণটি কাজ করছে।

এর আগে গুগল তাদের পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল, পিক্সেল ৩, পিক্সেল ৩ এক্সএল, পিক্সেল ৩এ, পিক্সেল ৩এ এক্সএল, পিক্সেল ৪, পিক্সেল ৪ এক্সএল ব্যবহারকারীদের অ্যানড্রয়েড ১১ বেটা আপডেট দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}