সনির নতুন ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির

জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি সনি ১৫ ঘন্টার ব্যাটারি লাইফ ও আইপিএক্স৫ ওয়াটার রেসিস্টেন্সসহ নতুন ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন বাজারে নিয়ে এসেছে । নতুন এই ওয়্যারলেস ইয়ারফোনের নাম সনি ডব্লিউআই- এসপি৫১০।

সনি ডব্লিউআই- এসপি৫১০ আপনাকে মিউজিকের আসল আনন্দ দেবে ও ১০ মিনিট চার্জ দিলে আপনি এক ঘণ্টা গান শুনতে পারবেন। এতে ১২ এমএম ড্রাইভার্স ও বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া হয়েছে।

কোম্পানির তরফে জানানো হয়েছে এই মাইক্রোফোন দিয়ে এইচডি ভয়েস কল করা যাবে। এছাড়াও এতে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হয়েছে। আবার আইপিএক্স৫ রেটিং প্রাপ্ত হওয়ায় এটি আপনি ঘরে বাইরে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কারণ এটি জল প্রতিরোধী।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}