খাবার ডেলিভারি সেবা ‘উবার ইটস’ বাংলাদেশে বন্ধ হচ্ছে

বাংলাদেশে খাবার ডেলিভারি সেবা ‘উবার ইটস’ বন্ধ হয়ে যাচ্ছে। চলতি বছরের জুন থেকে এর কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। মঙ্গলবার উবার নিউজরুমে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘২ জুন থেকে বাংলাদেশে খাবার ডেলিভারি সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

আমরা এক বছর ধরে স্থানীয় রেস্টুরেন্টগুলো থেকে খাবার ডেলিভারি দিয়ে আসছিলাম।’ ‘উবার ইটস’ কেন বন্ধ করা হচ্ছে সে বিষয়ে নোটিশে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে তাদের রাইড শেয়ারিং সার্ভিস চালু থাকবে বলে নোটিশে জানানো হয়। ২০১৬ সালে আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে।

২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয় উবার।বর্তমানে উবার সারা বিশ্বে প্রায় ৭৮৫ শহরে রাইড শেয়ারিং সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটিতে খাবার ডেলিভারি দিচ্ছে তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন