শক্তিশালী ব্যাটারি বড় ডিসপ্লের ফোনে

শিগগিরই বাজারে আসছে রেডমি টেন এক্স। বেশ কয়েক সপ্তাহ ধরেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছিল। সম্প্রতি জনপ্রিয় গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ‘মার্লিন’ কোডনেমে এই ফোন তৈরি করছে শাওমি।

M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছে রেডমি টেন এক্স। এই ফোনে থাকবে অক্টা কোর হেলিও জি৭০ চিপসেট। সঙ্গে থাকবে ৬ জিবি র‌্যাম ও ১.৮০ গিগাহার্জের প্রসেসর। ফোনটিতে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে থাকছে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাবে। নতুন ফোনটি অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

রেডমি টেন এক্সর পেছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে থাকছে ৫০২০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}