এখনই মজিলা ফায়ারফক্স ব্রাউজার আপডেট করুন

দ্যা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম(সিইআরটি-ইন) সকলকে তাদের মজিলা ফায়ারফক্স ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ফায়ার ফক্স ব্রাউজারে একাধিক ভালনারেবেলিটিজ দেখা গেছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দিয়েছেন তারা।

সিইআরটি-ইন বলছে, মজিলা ফায়ারফক্স ব্রাউজার আপডেট না করলে কম্পিউটারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিশেষ করে, ব্যবহারকারীর ব্যক্তিগত ফাইলপত্র খোয়া যেতে পারে। ইতোমধ্যে মজিলা ফায়ারফক্স ৭৫ ভার্সন এবং ফায়ারফক্স ইএসআর ৬৮.৭ ভার্সন আক্রান্ত হয়েছে।

তাই ব্যবহারকারীদের অতিসত্তর আপডেট করার পরামর্শ দেয়া হয়েছে। সংগঠনটি বলছে একদল রিমোট অ্যাটার্কার পুরনো ভার্সনের ফায়ারফক্সের দখল নিয়ে নিয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা আর সুরক্ষিত নন।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}